যমুনায় জেলেদের জালে ধরা পরল দানব আকৃতির প্রায় ৪০ কেজি ওজনের বাঘাইড়

- আপডেট সময় : ০৫:৪৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে

(সংরক্ষিত চ্যানেল 24)
টাঙ্গাইলের ভুয়াপুরে যমুনা নদীতে ছেলেদের জালে ধরা পড়েছে প্রায় ১ মন ওজনের বিশাল বড় আকৃতির বাঘাইড় মাছ। চিঠি পড়ে উন্মুক্ত ডাকের মাধ্যমে আটচল্লিশ হাজার টাকা বিক্রি করা হয়।
স্থানীয় হালিম নামে এক মাস ব্যবসায়ী মাছটি ক্রয় করেন। (২৫ জানুয়ারি) শনিবার সকালে উপজেলার গোবিন্দাসী ফেরি ঘাটে তোলা হয় মাছটি।
স্থানীয় মাপের মাছ ব্যবসায় জানান স্থানীয় মাছ ব্যবসায়ী জানান, শনিবার ভোরে যমুনা নদীর বাটি অংশে সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকায় কয়েকজন জেলে মাছ ধরতে যান। সেখানে ছেলেদের জালে বিশাল আকৃতির ওই মাছটি ধরা পড়ে। পরে সকালে গোবিন্দাসী ঘাট মাছ বাজারে নিয়ে আসলে মাছটি দেখতে ছেলে মানুষ বীর জমায়। মাছটি উন্মুক্ত ডাকের মাধ্যমে বিক্রি করা হয়।
মাছ ব্যবসায়ী ও বাগাইড় মাছ ক্রেতা হালিম বলেন, গোবিন্দবাসী ঘাট বাজারে জেলেরা মাস্তি তুলে পরে কি উন্মুক্ত ডাকে আর চল্লিশ হাজার টাকায় কেনা হয়েছে। এই মাছটি।
এ ব্যাপারে গোবিন্দা শ্রী মৎস্য বাজার সমিতির সাধারণ সম্পাদক বন্ধু বলেন, গোবিন্দা ঘাট বাজারে মাঝেমধ্যেই এরকম বড় বড় মাছ পাওয়া যায়। সকালে বিশাল আকৃতির এই বাগাইর মাছটি তোলা হয় কয়েকজন জেলে মাছটি যমুনা নদী থেকে ধরে। ডাকে ৪৮হাজার টাকায় মাস্তি বিক্রি করেছেন।