হাটে ঘাটে খাজনা বন্ধ না হওয়া পর্যন্ত কৃষক সমাবেশ চলবে

- আপডেট সময় : ০৪:৩৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

(সংরক্ষিত)
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেছেন, হাটে, ঘাটে খাজনা বন্ধ না হওয়া পর্যন্ত এই কৃষক সমাবেশ চলবে। কৃষকদের কাছ থেকে খাজনা নিয়ে উপদেষ্টাদের বেতন -ভ্রমণে খরচ হয়। এটা চলবে না।
(২৬ জানুয়ারি রোজ রোববার) দুপুর ২ ঘটিকায় কুড়িগ্রামে চিলমারীতে ” উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশে ” প্রধান আলোচকের বক্তব্যে একথা জানান তিনি।
হাসনাত কাইয়ুম বলেছেন, এই দেশ কৃষকদের দেশ, কৃষি দেশ, কৃষি প্রধান দেশ। অভ্যুত্থানে এ পর্যন্ত যারা নিহত হয়েছেন, তাদের সবাই প্রায় কৃষকের সন্তান।
আরো বলেন আমরা মনে করি বাংলাদেশের পরিবর্তনের জন্য এদিকে এগিয়ে নেয়া দরকার সেটি হচ্ছে কৃষি ও কৃষকদের। কৃষকদের সমস্যা গুলো সমাধান করা দরকার, এসব নিয়ে আমরা সরকারের বিভিন্ন স্তরে কথা বলেছি। ঢাকায় সবার সমাবেশ করার চেষ্টা করেছি, তাতে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু উপদেষ্টা আগ্রহী হলেও পুরো সরকারের মনোযোগটা আমরা এই দিকে আকর্ষণ করতে পারিনি।
এ সমাবেশ নিয়ে নানা ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখানে হয়নি আমরা অন্য জায়গায় সমাবেশ করব। দেখিয়ে দিমু সমাবেশ কাকে বলে। সংবিধানে যতদিন খাজনা বাতিল হবে না ততদিন আমরা সমাবেশে ধারাবাহিকতা চালিয়ে যাব।
উত্তরবঙ্গ কৃষক মহাসমাবেশে কমিটির আহ্বায়ক নাহিদ হাসানের সভাপতিতে এতে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য রাখাল রাহা, বাংলাদেশে ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, নগর পরিকল্পনাবিদ খন্দকার মিয়াজ রহমান প্রমুখ সহ আরো অনেকেই।
(সংরক্ষিত 24)