খুলনায় তৃতীয় দিনেও কর্মবিরতি অব্যাহত ট্যাংকলরী শ্রমিকদের,পাম্প গুলোতে কমছে মজুদ।

- আপডেট সময় : ০৫:০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে

মোঃ রবিউল হোসেন খান
খুলনা প্রতিনিধি
খুলনায় তৃতীয় দিনেও কর্মবিরতি অব্যাহত রেখেছে খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিকরা।ফলে পদ্মা,মেঘনা,যমুনা অয়েল ডিপো থেকে জালানী তেল উত্তোলন ও ১৫ জেলায় পরিবহন বন্ধ রয়েছে। ফলে পাম্প গুলোতে জালানী তেলের মজুদ কমে গেছে।শংখা দেখা দিয়েছে জালানী তেল সংকটের। খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতারের প্রতিবাদে ২৬ জানুয়ারি দুপুর থেকে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। তার বিরুদ্ধে খালিশপুর থানায় বিএনপি অফিস ভাংচুরের মামলা রয়েছে। ২৭ জানুয়ারি আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। আজ সকালে খুলনা নগরীর ফেরিঘাটে মোড়ে মেসার্স কেসিসি পেট্রোলিয়াম সহ কয়েকটি পাম্পে খোজ নিয়ে জানা যায়,অকটেন শেষ হয়ে গিয়েছে। অল্প কিছু পরিমান ডিজেল ও পেট্রোল রয়েছে। যা দুপুরের মধ্যে শেষ হয়ে যেতে পারে।প্রায় একই রকম চিত্র খুলনা, বাগেরহাট,যশোর সহ বিভিন্ন জেলার পাম্প গুলোতেও।এদিকে আন্দোলনকারীরা জানান,একই মামলায় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ৯ জন নেতাকর্মীকে আসামী করা হয়েছে। আলী আজিমকে মুক্তি এবং ৯ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করা পর্যন্ত অনিষ্টকাল কর্মবিরতি চলবে।