রেলের রানিং স্টাফদের কর্ম বিরতি শুরু, দেশব্যাপী ট্রেন চলাচল বন্ধ

- আপডেট সময় : ০৩:২৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

মোঃ রুহুল আমিন ভূইয়া
ফরিদপুর জেলা প্রতিনিধি
রেলের স্টাফদের দাবি না মানায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারাদেশের রেলওয়ের রানিং সকল স্টাফরা (লোকো মাস্টার, গার্ড সহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ)
রাত ১২ টা হতে এই কর্ম বিরতি শুরু করেছেন, রেলওয়েতে বর্তমান কর্মরত সকল স্টাফরা। (সোমবার ২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২ টা থেকে কর্মবিরতি শুরু করা হয়।
সিডিউলে থাকা ট্রেন গুলোতে ওঠেনি রানিং স্টাফরা। কোথাও কোন স্টেশন থেকে কোন ট্রেন ছেড়ে যায়নি, তারই প্রেক্ষাপটে সমগ্র বাংলাদেশ ট্রেন অচল হয়ে আছে, যাত্রীদের ভোগান্তির শেষ নেই, রেলপথে যাতায়াত ব্যবস্থা অনেকটাই সুন্দর এবং নিরাপদ বলে মনে করেন যাত্রীরা।
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক “সাইদুর রহমান ” বলেন, আমরা রেল ভবন থেকে কোন সিদ্ধান্তের কথা জানাতে পারিনি। রেল চলাচল বন্ধ রাখার বিষয়ে আমরা আমাদের সিদ্ধান্তে অটুট আছি। ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবো।
রেলের আন্দোলরত কর্মীরা জানিয়েছেন, চলতি ট্রেনের কর্মীদের জরুরী স্টাফ বিবেচনায় মূল বেতনের বাইরে অতিরিক্ত ভাতা ও পেনশনের সঙ্গে অতিরিক্ত ৭৫ শতাংশ বেশি টাকা ব্রিটিশ আমলে থেকে পেয়ে আসছেন রানিং স্টাফরা। এই সিদ্ধান্তের কারণ হিসেবে ” চলতি ট্রেনের কর্মীদের ট্রেনের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ফিরে আসা পর্যন্ত আন্তর্জাতিক মান অনুযায়ী ৮ ঘণ্টার কয়েকগুণ বেশি ডিউটি করতে হয়।
এছাড়াও রানিং স্টাফদের সাপ্তাহিক কোন ছুটি নেই। এসব বিবেচনায় দীর্ঘদিন থেকে পেয়ে আশা এই সুবিধা ২০২১ সালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বন্ধ করে দেয় অর্থ মন্ত্রণালয়।