নগরকান্দায় স্বপ্নছোয়া কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০১:২৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ৮১ বার পড়া হয়েছে

সেক মোহাম্মদ আফজাল
বিশেষ প্রতিবেদক,
শংকরপাশা স্বপ্নছোয়া কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মাতুব্বর ক্রীড়া অনুষ্ঠানটি উদ্ভোধন করেন এবং মোঃ জব্বার সেকের সভাপতিত্বে
১ লা ফেব্রুয়ারী শনিবার সকাল ৮ টা থেকে বিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে কোরান তেলওয়াত, জাতীয় সংগীত এবং মশাল দৌড়ের মাধ্যমে বিভিন্ন শরীরচর্চা কসরতে ছাত্র – ছাত্রীদের খেলাধুলা শুরু হয়।
দৌড় ঝাপ, বল নিক্ষেপ, ভারসাম্য দৌড় যেমন খুশি সাজো, ছাড়াও পুরো অনুষ্ঠান ছিল নাচ, গানে মুখরিত,
ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অব: সেনা কর্মকর্তা জনাব, মোঃ ইয়াকুব আলী,
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কাজী আবুল কালাম।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক এবং রাজনীতিবিদ জনাব, ইদ্রিস আলী মাতুব্বর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব জাহিদ হোসেন মোল্লা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নগরকান্দা, ৮ নং ডাঙ্গী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য বিলকিস বেগম, জনাব, কিসলু আহমেদ, সাধারণ সম্পাদক ও সদস্য, ৮ নং ডাঙ্গী ইউনিয়ন পরিষদ, জনাব কাজী আনোয়ার হোসেন সদস্য, ডাঙ্গী ইউনিয়ন পরিষদ, জনাব,মোঃ সোহরাব মোল্লা, সাবেক সদস্য, ডাঙ্গী ইউনিয়ন পরিষদ, ক্রীড়া অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেহেদী হাসান, হাসিবুল হাসান, মোঃ মাহবুব হোসেন।
শংকরপাশা স্বপ্নছোয়া কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক
সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ আক্তার মাতুব্বর সদস্য, বিদ্যালয় ব্যবস্হাপনা কমিটি,
সমগ্র ক্রীড়া অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন দৈনিক সকালের সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি সেক মোহাম্মদ আফজাল,
ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সভাপতির সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।