তিন দিনে ৬ সাংবাদিক আহত চিকিৎসার জন্য জয় ব্যাংককে।

- আপডেট সময় : ০৪:২১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ৮২ বার পড়া হয়েছে

ইমন চৌধুরী স্টাফ রির্পোটার
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পেশাগত দায়িত্ব পালনকালে আইসক্রিম বিক্রেতাদের হামলায় আহত যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন জয়কে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে পাঠানো হয়েছে। এদিকে আজ (সোমবার) শরীয়তপুরে হাতুড়ি নিয়ে একদল সন্ত্রাসী চার সাংবাদিকের ওপর প্রকাশ্যে হামলা চালিয়ে আহত এবং লাঞ্ছিত করেছে।
আহত সাংবাদিকরা হলেন দৈনিক সমকালের সোহাগ খাঁন সুজন, নিউজ ২৪ টেলিভিশনের বিধান মজুমদার অনি, বাংলা টিভির নয়ন দাস ও দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ।
নারায়নগঞ্জের রূপগঞ্জে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলাকালে জয়নাল আবেদীন জয়ের ওপর হামলা চালায় ইগলুর আইসক্রিম বিক্রেতারা। এ ঘটনায় তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক পাঠানো হয়েছে। শনিবার তিনি ব্যাংককে পৌঁছেছেন।
এদিকে শনিবার কক্সবাজারের মহেশখালীতে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি ও বিএমএসএফের মহেশখালী শাখার সাধারণ সম্পাদক ইঞ্জি: হাফিজুর রহমানের ওপর সংবাদ প্রকাশের জের ধরে হামলার ঘটনা ঘটে।
সারাদেশে প্রতিদিন কোথাও না কোথাও সাংবাদিকদের ওপর হামলা-মামলা, ভয়ভীতি-লাঞ্ছনার তথ্য পাওয়া যাচ্ছে, যা গণমাধ্যমের জন্য চরম হুমকি বলে মনে করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সাংবাদিকদের ওপর এমন দমন-পীড়নের ফলাফলে মঙ্গল বয়ে আনতে পারেনা। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের গণমাধ্যমের সুরক্ষার কথা মাথায় রাখা উচিত। রাষ্ট্রের স্বার্থে গণমাধ্যমের সুরক্ষা জরুরী বলেও তিনি মত প্রকাশ করেন।
অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি করে আহত সাংবাদিকদের চিকিৎসা এবং দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আশা করি।