ফ্যাসীবাদী আওয়ামী সরকার ১৫ বছরে শিক্ষা ব্যবস্হাকে ধংসের পথে নামিয়েছে: শামা ওবায়েদ

- আপডেট সময় : ০১:৪৮:০০ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে

সেক মোহাম্মদ আফজাল
বিশেষ প্রতিবেদক,
ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া উচ্চ বিদ্যালয় এবং শ্রীরামদিয়া সরকারী প্রাথমিকবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জনাব মোঃ নাদরুজ্জামান মোল্লার সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।
৫ জানুয়ারী বুধবার সকাল ৮ টা থেকে ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিকতা শুরু হয়।
ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব শামা ওবায়েদ ইসলাম।
ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি শামা ওবায়েদ বিকাল ৫ টায় শ্রীরামদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরন কালে বলেন ১৫ বছর আওয়ামী সরকার শিক্ষা ব্যবস্হাকে ধংসের দিকে নামিয়েছে, আওয়ামী সরকারের আমলে আওয়ামী লীগ না করলে চাকুরী হতো না, শিক্ষা প্রতিষ্ঠানে অপরাজনীতি না ঢোকানোর জন্য শিক্ষকদের প্রতি বিনীত অনুরোধ করেন শামা ওবায়েদ ইসলাম।
তিনি আরো বলেন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আমি আপনাদের সকল প্রকার সহযোগিতা করবো বিএনপি একটি গনতান্ত্রিক দল আগামী নির্বাচনে আমাদের দল ক্ষমতায় আসলে শিক্ষা ব্যবস্হাকে আরো গতিশীল করার চেষ্টা করবো এবং ডাঙ্গী ইউনিয়নের এই (শ্রীরামদিয়া) স্কুলের শিক্ষাসামগ্রী যা কিছু প্রয়োজন তা আমি দেওয়ার চেষ্টা করবো।
শিক্ষা ব্যবস্হাকে ধংসের পথে নামোনোর কারনেই দেশের ছাত্র ছাত্রী জনতা এক হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে ফ্যাসীবাদী হাসিনা সরকারকে উৎখাত করেছে।
ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাফি বিন কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা নগরকান্দা।
বিশেষ অতিথি ছিলেন মোঃ মাসুম বিল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) নগরকান্দা, জনাব ফজলুল হক,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, নগরকান্দা, জনাব এম, এইচ,এ,কে,এম রওনক আরা বেগম, নগরকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, আরো উপস্থিত ছিলেন নগরকান্দা থানা অফিসার ইনচার্জ (আইজিপি ব্যজপ্রাপ্ত) জনাব মোঃ সফর আলী, মোঃ বদরুজ্জামান মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী শ্রীরামদিয়া, ইরা গোস্বামী, নগরকান্দা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার, জনাব গোলাম মোস্তফা মিয়া,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, নগরকান্দা
ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসন অলংকৃত করেছিলেন জনাব, মোঃ হাবিবুর রহমান বাবুল তালুকদার, বিএনপির সিনিয়র সহ সভাপতি, নগরকান্দা উপজেলা শাখা, জনাব সাইফুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক, নগরকান্দা উপজেলা বিএনপি, জনাব মাহবুব আলী মিয়া, সহ সভাপতি, নগরকান্দা উপজেলা বিএনপি, জনাব শওকত আলী শরীফ, সাংগঠনিক সম্পাদক নগরকান্দা উপজেলা বিএনপি, এবং কাজী সোয়েবুর রহমান, প্রচার সম্পাদক নগরকান্দা উপজেলা বিএনপি।
পবিত্র কুরআন তেলওয়াত, গীতা পাঠ, জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শ্রীরামদিয়া প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যলয়ের ছাত্র ছাত্রীদের বিভিন্ন দলে শরীর চর্চা, স্কাউটবৃন্দের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, দৌড় ঝাপ, বালিশ বদল, অন্ধের হাড়ি ভাঙ্গা সহ বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহন করে বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বহিরাগতদের ক্রীড়ামোদীরাও খেলাধুলায় অংশ গ্রহণ ছিল চমৎকার দর্শনীয়।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্রীরামদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুল কালাম মোল্লা এবং জনাব আব্দুল মান্নান ( (ভারপ্রাপ্ত) শ্রীরামদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।
সকল ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন শ্রীরামদিয়া উচ্চ বিদ্যালয় এবং শ্রীরামদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং বহিরাগত অতিথি বৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব কমলেশ বাড়ৈ, সহকারী শিক্ষক, শ্রীরামদিয়া উচ্চ বিদ্যালয়, মোঃ আউয়াল শিক্ষক, এবং মোঃ বাচ্চু মোল্লা। সভাপতি জনাব নাদরুজ্জামান মোল্লা সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।