ফরিদপুরে গণমাধ্যমে সংস্কার একটি সুষম প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করতে হবে

- আপডেট সময় : ০৪:১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫ ৭১ বার পড়া হয়েছে

প্রতিবেদকঃ নাজমুল হুদা বাশার – ফরিদপুর
ফরিদপুর জেলা প্রশাসক সেমিনার কক্ষে গনমাধ্যম কমিশনের প্রধান কামাল আহমেদ গণমাধ্যমের কিছু সংস্কার প্রয়োজন করতে হবে, যাতে একটি সুষম প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয় গনমাধ্যম কর্মরতদের মাঝে। বর্তমান প্রেক্ষাপটে সুষম প্রতিযোগিতা তৈরি না হলে এই খাতে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তা রোধ করা যাবেনা। এজন্য আমরা দেশের গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দ্বারপ্রান্তে যেয়ে তাদের সাথে কথা বলে বিভিন্ন মতামতের বিষয়ে শুনেছি। তাদের পরামর্শের ভিত্তিতে আগামী তিন মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ আকারে তুলে ধরবো।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি-২৫) দুপুরে জেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা সহ মানিকগঞ্জ, রাজবাড়ী, শরিয়তপুর, মাদারিপুর ও গোপালগঞ্জের সাংবাদিকবৃন্দ, সাংবাদিকদের মাঝে
কমিশন প্রধান কামাল আহমেদ বলেন, গণমাধ্যম কর্মীদের সুরক্ষার অতীব দরকার আছে। কারন ঢাকার বাইরে যারা কাজ করেন, তাদের পেশাগত ঝুঁকি সবচেয়ে বেশি। শারীরিক মানসিক ঝুঁকি প্রতিনিয়ত বেশিই থাকে। এছাড়াও আর্থিক বঞ্চনাও তাদের বেশি অনিশ্চয়তাপূর্ণ। সব বিষয়ে কাজ করতে হয় বলে তাদের প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে দিয়ে কাজ করে যেতে হয়। তাদের পেশাগত সুরক্ষা ও আর্থিক নিশ্চয়তার দরকার আছে বলে জানান।
এসময় সাংবাদিকদের সুরক্ষায় একটি আলাদা প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার আছে বলে উল্লেখ করে সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, বর্তমানে যেই প্রেস কাউন্সিল আমাদের রয়েছে তা দিয়ে সেটি পরিপূর্ণ করা সম্ভব নয়। এসময় তিনি আরও বলেন, দেশের অনলাইন পোর্টালের ক্ষেত্রে বিশৃঙ্খলা বিরাজ করছে উল্লেখ করে বলেন, মানুষ এখন পকেটে করে নিউজ পোর্টাল নিয়ে ঘুড়ে বেড়ায়।সরকার ২১২টি অনলাইন পোর্টালকে নিবন্ধন দিয়েছেন। বর্তমানে এর সংখ্যা প্রায় হাজারেরও বেশি আছে ।আবার একই মিডিয়া হাউজ থেকে একাধিক পত্রিকা ও টেলিভিশন বের করছে ব্যবসায়ীক স্বার্থ রক্ষায় তারা একাধিক নামে পত্রপত্রিকা ও টেলিভিশন চালাচ্ছে নিউজ চালাচ্ছে।দেখা যায় সব মিডিয়ার একই খবর প্রচার করা হচ্ছে, একই মালিকের খবর তারা দেখাচ্ছে। এর বাইরে যে ভিন্ন মত রয়েছে তা জনগণ সঠিক ভাবে জানতে পারছেনা।
সেমিনারে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য আখতার হোসেন খান ও বেগম কামরুন্নেসা হাসান, সিনিয়র তথ্য কর্মকর্তা মো: মোজাম্মেল হক, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী উপস্থিত ছিলেন।
এসময় সেমিনারে অংশগ্রহণকারী সাংবাদিকগণ তাদের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তাদের জীবন যাপনের কথা তুলে ধরে এসব বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতি উদাত্ত আহ্বান জানান সকল সাংবাদিকবৃন্দরা।