জোয়ারের মোড় বাজারে সেরা মনের একটি দোকান ভাড়া দেওয়া হবে

- আপডেট সময় : ০৮:০৩:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ৭২ বার পড়া হয়েছে

➤ আপনি কি জোয়াইর মোড় বাজার এ মানসম্মত দোকান ভাড়া নিতে আগ্রহী তাহলে আর দেরি কেন চলে আসুন জোয়ারে মোর ব্রাদার্স টেলিকমে।
® বি: দ্র: এই দোকানটি যে ভাড়া নিবে দীর্ঘদিন দোকানটি করতে পারবে ইনশাল্লাহ আগামী দশ বছরের মধ্যে আমাদের এই দোকানটির প্রয়োজন হবে না।
জেয়াইরের মোড় বাজার ব্রাদার্স টেলিকম যে দোকানটি ছিল চারটি শাটার এবং সিলিং করা ফ্রেশ পরিপাটি একটা দোকান সম্পূর্ণ দোকানটি ভাড়া দেওয়া হবে আগ্রহীরা যোগাযোগ করুন।
জোয়ারের মোড় বাজার মেইন পয়েন্টে দোকানটি
এই দোকানে যেসব সুবিধা পাবেনঃ
➤ বাজারের সবথেকে সুন্দর পয়েন্টে দোকানটি।
➤ পাকা করা দোকান চারটি শাটার এর দোকান সিকিউরিটি নিয়ে চিন্তার কিছু নেই।
➤আধুনিকভাবে দোকানটি ডেকোরেশন করা, দোকানে ভালো মানের সিলিং দেওয়া।
➤ আধুনিক ভালো মানের লাইট দ্বারা সজ্জিত এবং প্রিমিয়াম কোয়ালিটি ফ্যান লাগানো রয়েছে, দোকানটি যে ভাড়া নিবে তার আলাদা করে কোন ইলেকট্রনিক্স এর কাজ এবং লাইট ও ফ্যানের ব্যবস্থা করতে হবে না।
➤ প্রথমবার সর্বনিম্ন ৫ বছরের জন্য ডিট করা হবে। দুই বছর পর পর বাজারের আনুপাতিক হারে ভাড়া বাড়ানো হবে , দোকানটি যিনি নিবেন তিনি দীর্ঘদিন এই দোকানটি করতে পারবেন।
➤ ফরিদপুর হতে ভাঙ্গা রোডের সংস্কারের কাজ অতি দ্রুত হবে তখন এই দোকানটি হবে মেইন পয়েন্টের প্রথম দোকান।
➤ বাজারে পার্মানেন্ট সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করা আছে সে ক্ষেত্রে একটা সুবিধা পাবেন সেফটি সংক্রান্ত।
➤ এছাড়া বাকি বিষয়গুলো আলোচনা সাপেক্ষে।
✆ 01313501666 ( মোঃ রুহুল আমিন ভূইয়া)
কোন কারনে ফোন নাম্বারটি বন্ধ পেলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দিবেন ধন্যবাদ।