থমথমে কুয়েট, মেডিকেল সেন্টারে ভিসি অবরুদ্ধ।

- আপডেট সময় : ০৪:২৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
আজ বুধবার সকাল থেকেই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( কুয়েট) ক্যাম্পাসের প্রধান ফটক চারপাশে অবস্থান নিয়ে আছে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। ভেতরে মেডিকেল সেন্টারের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বিভিন্ন শ্লোগান দিচ্ছে।মেডিকেল সেন্টারের দোতলায় ভিসি অবরুদ্ধ রয়েছেন বলে জানাগেছে। এদিকে আগামী ২৪ তারিখ সিন্ডিকেটের সভা স্থগিত করা হয়েছে। সব মিলিয়ে আজ বুধবার দুপুর পর্যন্ত পুরোপুরি থমথমে অবস্থা বিরাজ করছে কুয়েটে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ব্যার্থতার দায় সীকার এবং নি:শর্ত ক্ষমা চেয়ে উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ ৫ দফা দাবিতে আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১ টার মধ্যে দাবি পুরন না হলে কুয়েটের সকল প্রকার ক্লাস, পরিক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন তারা। এর আগে কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ঘিরে মঙ্গলবার ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। ঘন্টাব্যাপি চলা এ সংঘর্ষে আহত হয়েছেন অন্তত অর্ধশত শিক্ষার্থী। তাদের অধিকাংশের শরিরে আঘাতের চিহ্ন রয়েছে। আহতদের কুয়েট মেডিকেল সেন্টার সহ আশপাশের মেডিকেল সেন্টার সহ আশপাশের বেসরকারী ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে ৫ জনকে।এদিকে ২৪ ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয়ের ৯৮তম নিয়মিত সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ক্যাম্পাসে উদ্ভুত পরিস্থিতির কারনে তা স্থগিত করে আজ বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের (ভিসি) প্রফেসর ড. মুহাম্মদ মাসুদ মেডিকেল সেন্টারে অবরুদ্ধ থাকায় অনলাইনে তিনি সিন্ডিকেট সভায় যোগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের একজন ডেপুটি রেজিষ্ট্রারের কাছ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।