নগরকান্দায় কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত।

- আপডেট সময় : ০৫:৩০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ৬০ বার পড়া হয়েছে

সেক মোহাম্মদ আফজাল
বিশেষ প্রতিবেদক
দি কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি: (কালব) এর ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়ন কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ ফেব্রুয়ারী বুধবার বেলা ৩ টায় ইউনিয়নের শংকরপাশা বাজারের মোল্লা ভবনের ২য় তলায় প্রায় শতাধিক সদস্য, সদস্যাদের উপস্থিতিতে ডাঙ্গী ইউনিয়ন কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি মোঃ আবুল হাসানের সভাপতিত্বে সাধারণ সভা শুরু হয়।
সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব ট্রেজারার, বাবু নরেশ চন্দ্র বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব এর ফরিদপুর, রাজবাড়ী জেলা ব্যবস্হাপক কাজল চন্দ্র দাস।
বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি তার বক্তব্য বলেন কালব একটি স্বনির্ভর সমিতি যাহা সমবায় সমিতির নিয়মনীতি অনুসরণ করে চলে আসছে, এই সমিতির মুল নীতিগত বৈশিষ্ট্য হলো একজন সাধারণ সদস্য, সদস্যাকে অর্থিক ভাবে প্রতিষ্ঠিত করা তিল তিল করে সঞ্চয় করে সংসারে আয় উন্নতি করে ভবিষ্যৎ সুন্দর করে তোলা, তিনি উপস্হিত সদস্যদের উদ্দেশ্যে আরও বলেন আপনারা এই সমিতিতে প্রতি মাসে অল্প কিছু করে হলেও সঞ্চয় করবেন বছর শেষে সে-টাকায় আপনার সংসারে অনেক উপকার হবে এবং সমবায় সমিতির লাভ জনক ব্যপারে বিষদ আলোচনা করেন।
সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মাঝে বার্ষিক সাধারণ সভায় প্রতিবেদন পাঠ করেন ডাঙ্গী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ট্রেজারার এবং জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি সেক মোহাম্মদ আফজাল সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ক্রেডিট ইউনিয়নের সদস্য আবদুল হাকিম, মোঃ চঞ্চল মাহমুদ
আক্কাস আলী মোল্লা, শহিদ শেখ, হানিফ মাতুব্বর, সৈকত সরকার, ইউনিট সুপারভাইজার নগরকান্দা, তানভির হোসেন, ডাঙ্গী ইউনিয়ন কালব এর দায়িত্ব প্রাপ্ত অফিসার।
অনুষ্ঠান শুরুতে প্রধান অতিথি বিশেষ এবংসকল সদস্য সদস্যা সহ সম্মানিত অতিথিদের ফুলেল শুভেচছা জানানো হয়।
সাধারণ সভা সঞ্চালনায় ছিলেন মোঃ রাসেল, কালব নগরকান্দা উপজেলা ব্যবস্হাপক।
অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় পরে সভাপতি তার সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।