পিরোজপুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের উর্ধ্বগতির প্রতিবাদে ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জন সমাবেশ।

- আপডেট সময় : ০৪:২৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুর জেলা জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের উর্ধ্বগতির প্রতিবাদে ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারী বুধবার বিকেল তিনটায় পিরোজপুর জেলা শহীদ মিনার চত্বরে জেলা বিএনপি কর্তৃক আয়োজিত এক বিশাল জনসভায় জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ার পারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুস রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল কবির,বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কমিটির সদস্য এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক রিয়াজউদ্দিন রানা। বক্তারা বলেন দেশে বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের উর্ধ্বগতি ফলের সাধারণ জনগণ হিমশিম খাচ্ছে। সাধারণ খেটে খাওয়া মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তাই দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নির্বাচিত সরকারের দরকার। এ সরকারকে অনতিবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। মোঃ মাহফুজুর রহমান মাসুম
বরিশাল প্রতিবেদক
০১৭১২৬০৩৮৯৩