গাছ কাটতে লাগবে অনুমতি : হাইকোর্টের রায়

- আপডেট সময় : ০৫:১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
গাছ কাটতে অনুমতি লাগবে বলে এক ঐতিহাসিক রায় দিয়েছে হাইকোর্ট। তবে গ্রাম পর্যায়ে ব্যক্তি মালিকানার গাছ কাটতে অনুমতি লাগবে না বলে জানিয়েছেন রিটের পক্ষের আইনজীবী।
গাছ কাটা নিয়ন্ত্রণে নির্দেশনা মেনে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষ থেকে জনস্বার্থে করা রিটের রুল যথাযথ ঘোষণা করে আজ এ রায় ঘোষণা করেন উচ্চ আদালত। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুভিনা আসাফির সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন আজ এই রায় দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিলা মোরশেদ। তাকে সহযোগিতা করেন আইনজীবী সঞ্জয় মন্ডল ও সেলিম রেজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এন্টনি জেনারেল মোঃ শফিকুর রহমান।
আজকের এই রায়ের বিষয়ে আইনজিবি ফেরদৌস বলেন, এই রায়ের ফলে গাছ কাটতে অনুমতি নিতে হবে কমিটি থেকে। ঢাকা ও জেলা উপজেলার পর্যায়ে এই কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।। পরিবেশের অধিদপ্তরের মহাপরিচালক কে ৭ দিনের মধ্যে ঢাকায় কমিটি গঠন করতে বলেছেন আদালত। পরিবেশবাদী, পরিবেশ বিশেষজ্ঞ, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের বিভাগের শিক্ষকদের সমন্বয়ে এই কমিটি গঠন করতে বলা হয়েছে।