রাত আটটার মধ্যে ঢাকা সহ আশেপাশের জেলায় বজ্রপাত সহ বৃষ্টির আশঙ্কা

- আপডেট সময় : ১২:০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে

মোঃ রুহুল আমিন ভূইয়া
ফরিদপুর প্রতিনিধি।
ফাল্গুনের বৃষ্টিতে নতুন রূপে সেজেছে প্রকৃতি।। সঙ্গে পারছে তাপমাত্রার পারদ। এই অবস্থায় মধ্যে শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে হঠাৎ এক পশলা বৃষ্টিতে ভিজেছে রাজধানী সড়ক। তবে রাত আটটার মধ্যে ফের ঢাকা সহ এর আশেপাশের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে।
শনিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া একটি পোস্ট এমন আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয় গবেষক মোস্তফা কামাল পলাশ। বিকেল ৪:৫৫ মিনিটে দেয়া পোস্টে ঢাকার আশেপাশের জেলাগুলো বৃষ্টির বজ্রপাত হতে পারে বলে জানিয়েছেন।
পোস্টটিতে আবহাওয়াবিদ পলাশ লিখেছেন, বিকেল ৫ থেকে রাত ৮ টার মধ্যে ঢাকা শহরের কে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির উত্তর-পশ্চিম দিক থেকে এসে দক্ষিণপূর্ব অগ্রসর হওয়ার আশঙ্কা রয়েছে। ঢাকার চারপাশের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে আগামী ২ দিন ঢাকা সহ দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামী সোমবার (২৪ ফেব্রুয়ারি) একই সময় পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।
তবে পরদিন মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে পূর্বভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।