১৬ বছর পরে যশোর জেলা বিএনপির সম্মেলন

- আপডেট সময় : ১০:৫৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে

মোঃ রুহুল আমিন ভূইয়া
স্টাফ রিপোর্টার
দীর্ঘ ষোল বছর পর যশোর জেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকাল সাড়ে দশটায় স্থানীয় ঈদগা ময়দানে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি’র চেয়ার পার্সন এর উপদেষ্টা আমানুল্লাহ আমান। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যের পর কাউন্সিলরদের গোপন ভোটে জেলা বিএনপির শীর্ষ নেতারা নির্বাচিত হবেন।
সম্মেলনে উপস্থিত আছেন বিএনপির খুলনা বিভাগ বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আম্লেন্দু দাস অপু, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, কেন্দ্রীয় সদস্য সাবেরুল হক সাবু, ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব, আবুল হোসেন আজাদ, ফিরোজা বুলবুল কলি প্রমুখ।
সম্মেলনের বিভিন্ন সময়ে আন্দোলন- সংগ্রামে নিহত দলের নেতাকর্মীদের স্মরণে মঞ্চে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। সাম্প্রতিক সময়ে ছাত্র জনতার আন্দোলনে শহীদ ছাত্র জনতা বিএনপি ও সহযোগী সংগঠনের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পরে সাংগঠনিক প্রতিবেদক উপস্থাপন করেন জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু।
এদিকে এ সম্মেলন ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বেশ উচ্ছাসিত। শহর জুড়ে সাজসজ্জা বাহার, প্রধান সড়ক গুলোতে ব্যানার ফেস্টুনের ছরাছরি।
এর আগে সম্মেলন উপলক্ষে সকাল ৯ টা থেকেই ডেলিগেট, কাউন্সিলর ও আমন্ত্রিত অতিথিরা আসতে থাকেন। সকাল দশটার মধ্যে সম্মেলন স্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিভিন্ন জেলা উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে নেতা কর্মীরা মিছিল সহকারে উপস্থিত হন। উপস্থিত নেতাকর্মীরা জানান দলের দুর্দিনে যারা ত্যাগ স্বীকার করেছে, নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে তারা যেন সঠিক মূল্যায়ন পান। দলকে সুসংগঠিত করে আগামী সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী করতে ভূমিকা রাখবে এমন নেতৃত্ব চান নেতাকর্মীরা।