তুচ্ছ ঘটনা কেন্দ্র করে ভাই বোনকে মারধর করে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা

- আপডেট সময় : ০৪:৩০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
গাজীপুর কালিয়াকৈর উপজেলা, সরকারি বনের জায়গা নিয়ে সংঘর্ষর ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল দশটার সময় হরিণহাটি মুন্সির টেক এলাকায় এই ঘটনা ঘটে, এলাকার সূত্রে জানা যায়, পূর্বের শত্রু তার জের ধরে মারামারির ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী আয়নাল হকের বোন , শারমিন আক্তার বলেন , সামান্য কিছু কথার কাটাকাটি নিয়ে আমার ভাই আয়নাল কে নোহার রট দিয়ে এলো পাথারিভাবে মারধর করে এলাকার চিহ্নিত সন্ত্রাসী মাদক ব্যবসায়ী, শরিফ মোবারক ও আরিফ, তাদের দলবল নিয়ে আমাদের ওপর আক্রমণ করে। এদিকে শারমিন আক্তার বলেন আমাকে আর আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে একদল সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসে,শরিফ মোবারক ও আরিফ। শারমিন আক্তার আরো বলেন, আমাকে কু প্রস্তাব দেয় এ বিষয় আমার ভাই আয়নাল হক জেনে যায়। তারপর থেকেই আমার ভাইয়ের উপর ক্ষিপ্ত হয়ে তাকে শরীফ ও তার দলবল। এদিকে এলাকার লোকজন জানায় সরকারি রাস্তা নিয়ে এত বড় ঘটনা ঘটতে পারে না পিছনে আরও কিছু রহস্য আছে।
এ বিষয়ে ভুক্তভোগীর বাবা আব্দুর রহমান বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ বলেন দ্রুত আসামিদেরকে গ্রেফতার করা হবে।