
- আপডেট সময় : ১২:৫৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ৯ বার পড়া হয়েছে

রেজাউল করিম বিশেষ প্রতিবেদকঃ
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পড়ে ৭ জন নিহত হয়েছে এবং আহত অন্তত ২৫ জন। বাস দুর্ঘটনায় আহতরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
৮ এপ্রিল মঙ্গলবার বেলা সোয়া ১১ টার দিকে মুকসুদপুর থেকে ফারাবী নামের বাসটি ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা বরিশাল মহাসড়কের সদর উপজেলার বাখুন্ডা শরীফ জুট মিলের পাশে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে যায়।
নিহত ৭ জনের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে ১। জোয়াদ সরদার (৭০) ২।ইমান আলী সরদার (২২) ৩।ভারতী সরকার (৪০) ৪। মোঃ আলম (৪৫) ৫। মোঃ আজিবর (৪৫) ৬।দীপা খান (৩৩) ঘটনাস্থলে গিয়ে পুলিশ এবং স্হানীয় উপস্থিত লোকজন সূত্রে জানা গেছে বাসের চালক দ্রুত গতিতে একটি গাড়ীকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুৎ এর খুঁটির সাথে ধাক্কা লেগে খাদে পড়ে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার সাইফুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ৫ জনকে মৃত অবস্থায় এবং বাকিদের আহত অবস্থায় উদ্ধার করি। এসময় কোতয়ালী থানা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীসহ স্থানীয় লোকজন উদ্ধার কাজে সহযোগিতা করেন। এছাড়াও এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পরিদর্শন করেন ফরিদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার ইসরাত জাহান। সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মৃত্যু সম্পর্কে নিশ্চিত করেছেন ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আসাদউজ্জামান।