ফরিদপুরে ৪০ তম সুফী দরবার শরীফে তিন দিনব্যাপী বার্ষিক ওরস অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:২৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ১১ বার পড়া হয়েছে

রেজাউল করিম
ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা শাহ্ সুফী মোঃ আঃমজিদ আল চিশতি নিজামীর দরবার শরীফে ১০,১১,ও ১২ এপ্রিল-২৫ তিন দিনব্যাপী ওরস অনুষ্ঠিত। এখানে সারাদেশ থেকে আসা ভক্তবৃন্দরের আগমনে ধর্মীয় আলোচনা করা হয়। পীরে কামেল শাহ্ সুফী মিনাজ উদ্দিন আল চিশতি (র),ঝিটকা শরীফ, মানিকগঞ্জের স্মরণে বাখুন্ডা চিশতিয়া নিজামিয়া তরিকার দরবার শরীফে প্রতিবছরে এই আয়োজন করা হয়। এসময় এই শাহ্ সুফী মোঃ আঃ মজিদ আল চিশতি নিজামীর সুফী দরবার শরীফে দুর্দান্ত থেকে আসা ভক্তবৃন্দরের জন্য আধ্যাত্মিক পালা গানের মাধ্যমে ভক্তদের মাঝে পরিবেশন করেন এই দরবার শরীফে আসা বিভিন্ন ভক্ত শিল্পী গনেরা। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ভক্তদের মাঝে ভক্তিমূলক গান পরিবেশন করেন মানিকগঞ্জ থেকে আগত বাউল শিল্পী মানিক দেওয়ান এবং রাজবাড়ী থেকে আগত বাউল শিল্পী লাইলি সরকার। উক্ত দরবার শরীফে গুরু শিষ্য গানের পালা হয়। এসময় গুরুর ভুমিকায় ছিলেন বাউল শিল্পী মানিক দেওয়ান ও শিষ্যর ভুমিকায় ছিলেন বাউল শিল্পী লাইলি সরকার। এলাকাবাসী ও ভক্তদের মাধ্যমে জানা যায় সুফী দরবার শরীফ ৪০ তম এই ধর্মীয় অনুষ্ঠান এখানে হয়।
বাখুন্ডা গ্রামের এই দরবার শরীফ এখানে স্থাপিত হওয়ার পর থেকে আমাদের এলাকার অনেক ধর্মপ্রাণ মানুষের আগমন হয় এবং শাহ্ সুফী মোঃ আঃ মজিদ আল চিশতির জন্য আমরা এলাকাবাসী ধন্য।