রাজবাড়ীর ধাওয়াপাড়ায় র্যাব-১০ এর অভিযানে ধর্ষণ মামলার আসামি কাদের(৫০) গ্রেফতার

- আপডেট সময় : ০৯:০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ১১ বার পড়া হয়েছে

রেজাউল করিম- বিশেষ প্রতিবেদকঃ
রাজবাড়ীর ধাওয়াপাড়ায় র্যাব-১০ এর অভিযানে ধর্ষণ মামলার আসামি কাদের(৫০) গ্রেফতার
রেজাউল করিম বিশেষ প্রতিবেদকঃ
রাজবাড়ী সদর উপজেলায় গত ০৩/০৭/২০২৩ তারিখ রাত অনুমান ২০.০০ ঘটিকার সময় বাড়াইজুড়ি গ্রামের ভিকটিম (১৬)’কে ভয়ভীতি দেখিয়ে আসামী মোঃ আব্দুল কাদের (৫০) ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর থেকে আসামী মো: আব্দুল কাদের ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে ধর্ষণ করতে থাকে। পরবর্তীতে ভিকটিম গর্ভবতী হয়ে পূত্র সন্তান জন্মগ্রহণ করলে ধর্ষণের বিচার ও সন্তানের পিতৃ পরিচয় নির্ধারণের জন্য ভিকটিম এর বাবা রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং- ০৩, তারিখ- ১৩/০৮/২০২৪ খ্রি., ধারা- ৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন ধমন আইন (সংশোধনী ২০০৩)। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই প্রেক্ষিতে গত ১০/০৪/২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৭.৩০ ঘটিকায় র্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজবাড়ী সদর থানার ধাওয়াপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে উক্ত মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ আব্দুল কাদের (৫০)পিতা- কিয়াম উদ্দিন, সাং- বাড়াইজুড়ি, থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ী’কে গ্রেফতার করে
আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে শামীম হাসান সরদার
সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক (মিডিয়া)
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০
অধিনায়কের পক্ষে আসামিকে গ্রেফতার সম্পর্কে নিশ্চিত করেছেন।