গণপিটুনির পর পুলিশের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ডা:হৃদয় রঞ্জন, বহিষ্কৃত ছিলেন মেডিকেল কলেজ থেকে।

- আপডেট সময় : ০৫:১৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ ৬ বার পড়া হয়েছে

মো লুৎফুর রহমান রাকিব
স্টাফ রিপোর্টার।
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য এবং মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক নেতা ডা. হৃদয় রঞ্জন নাথকে গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী আমলে দীর্ঘদিন ধরে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন হৃদয় রঞ্জন। গত বছর জুলাই আন্দোলনের সময় তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেন এবং একাধিক শিক্ষার্থীকে প্রকাশ্যে হুমকি দেন। এ ছাড়াও শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের সঙ্গেও জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে।জানা যায় সে কুমিল্লার মেয়র তাহসিন বাহার সুচির ঘনিষ্ঠ ছিল।
গত ৯ মার্চ ২০২৪ তারিখে এক মেডিকেল শিক্ষার্থীর মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় তার সংশ্লিষ্টতা প্রমাণিত হলে, ৫ আগষ্ট পরবর্তী সময়ে কলেজ কর্তৃপক্ষ তাকে মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে আজীবনের জন্য বহিষ্কার করে।
শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ ও অসন্তোষের পরিপ্রেক্ষিতে সোমবার রাতে একদল উত্তেজিত জনতা হৃদয় রঞ্জনকে ঘিরে ফেলে এবং গণপিটুনি দেয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট থানা পুলিশের একজন কর্মকর্তা জানান, “হৃদয় রঞ্জন বর্তমানে থানার হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।”