রাশিয়ার জাতীয় দিবস উদযাপন: জামায়াতের শুভেচ্ছা বার্তা।

- আপডেট সময় : ০৪:১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার।
ঢাকায় রাশিয়ার ফেডারেশনের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। গত ১২মে সোমবার সন্ধ্যায় হোটেল লা মেরিডিয়ান-এ অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল যোগদান করেন।
প্রতিনিধি দলে আরও ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ।
অনুষ্ঠানে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের রাশিয়ায় নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত মি. আলেকজান্ডার জি. খোজিনের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তিনি জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে রাশিয়ার জাতীয় দিবসের শুভেচ্ছা সম্বলিত একটি বার্তা হস্তান্তর করেন।
জামায়াতের এই প্রতিনিধি দলের অংশগ্রহণ এবং শুভেচ্ছা বার্তা প্রদানের বিষয়টি অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি করে।