সদরপুরে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

- আপডেট সময় : ০৩:৪৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ১১ বার পড়া হয়েছে

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মটুকচর বাজার এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ।
গতকাল (১২ মে) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে, সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসানের দিকনির্দেশনায় ও এসআই মামুনুর রশিদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম বাবুল মল্লিক (৪০), পিতা: মুসলেম মল্লিক, বাড়ি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার সোলডুবি গ্রামের মল্লিকবাড়ি এলাকায়। অভিযানে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর সংশ্লিষ্ট ধারায় সদরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক বাবুল মল্লিককে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সদরপুর থানার ওসি নাজমুল হাসান জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ প্রশাসন সর্বদা সক্রিয় রয়েছে।”
শিমুল তালুকদার
সদরপুর, ফরিদপুর
০১৭১৯১০৩৬১৫
১৩/৫/২০২৫