একটি সড়ক দুর্ঘটনা আজীবন মানুষের কান্না

- আপডেট সময় : ০২:২০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

একটি সড়ক দুর্ঘটনা আজীবন মানুষের কান্না
- নাজমুল হুদা বাশার-ফরিদপুর
অবহেলা করবেন না,জীবনের স্বার্থে একটু পড়বেন ও শেয়ার করবেন দয়াকরে কারন প্রতিটি জীবন খুবই মূল্যবান।সড়ক দূর্ঘটনা রোধ করে মূল্যবান জীবন রক্ষার জন্য বাস্ত যেবমুখী স্বচ্ছ উপায় চিন্হিত করা এখনই খুব প্রয়োজন।
একটি দূর্ঘটনা একটি পরিবারের আজীবন কান্না।
সড়ক দূর্ঘটনা রোধে সচেতন হতে হবে নিঃস্বার্থভাবে,কোনো চালক,হেলপার সুপারভাইজার যদি কোনো ভূল করার কারনে আইনি নিয়মের মধ্যে শাস্তির সম্মুখীন হয় তবে কোনো মিছিল মিটিং ও সড়ক অবরোধ করে বেআইনী আন্দোলনের মাধ্যমে আইনকে চ্যালেঞ্জ করে কোনো অন্যায় আবদারের প্রতিষ্ঠা করা যাবেনা,তাতে দূর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে।দক্ষ চালকের দ্বারা যানবাহন পরিচালনা করাও মালিকপক্ষের অত্যাবশকীয় নৈতিক দায়িত্ব।অধিক মুনাফার লোভে ফিটনেসবিহীন গাড়ি সড়কে পরিচালনা করার প্রবনতাকে পরিহার করতে হবে,একই চালক দ্বারা দীর্ঘক্ষণ অতিমাত্রায় গাড়ি চালানো বন্ধ করতে হবে।
ট্রাফিক ব্যাবস্থায়ও অনেক পরিবর্তন আনতে হবে,
সড়ক ও মহাসড়কগুলো সঠিকভাবে নিমান ও পুনঃনির্মাণ হচ্ছে কিনা সে ব্যাপারেও যথেষ্ট তদারকি করতে হবে,সড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারী ও ঠিকাদারী প্রতিষ্ঠানকে হতে হবে পরিপূর্ণ দুর্নীতিবিরোধী কেননা সড়কের বেহালদশাও কিন্তু সড়ক দূর্ঘটনার অন্যতম কারন।
সর্বোপরি বড় একটি কথা প্রতিটি চালক হেলপার ও মালিককে এবং শ্রমিক মালিক সংগঠনগুলোকে অনেক সচেতন ও নির্লোভ দায়িত্ব সম্পন্ন হওয়া অতি বান্চনীয়।
সকলকেই মনে রাখতে হবে- অথ ও সময়ের চেয়ে জীবন অধিক মূল্যবান।
*# লেখাটি যদি দেশ ও জীবনের স্বার্থে প্রয়োজনীয় মনে হয় তবে দয়া করে লেখাটি সবাই একটু অনুসরণ করুন