ফরিদপুরে বিয়ে বিচ্ছেদের পর ৫০ লিটার দুধ দিয়ে গোসল করলেন সাইপ্রাস প্রবাসী

- আপডেট সময় : ১২:০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ৮ বার পড়া হয়েছে

রেজাউল করিম- ফরিদপুর
ফরিদপুরে ভাঙ্গায় বিয়ে বিচ্ছেদের পর ৫০ লিটার দুধ দিয়ে গোসল করলেন এক প্রবাসী।
ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বিচ্ছেদ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ৫০ লিটার দুধ দিয়ে জনসম্মুখে গোসল করেছেন বদিউজ্জামান শিকাদার নামে এক সাইপ্রাস প্রবাসী। শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের পূর্ব সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটেছে। এসময় বদিউজ্জামান, মৃত বারেক শিকদারের ছেলে ও সাইপ্রাস প্রবাসী দুধ দিয়ে গোসল করেন।এই ঘটনা সম্পর্কে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় যুগ আগে বদিউজ্জামানের সঙ্গে পাশের গ্রাম ঘারুয়ার নিবাসী সোমা আক্তারের সঙ্গে তাদের পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ কালের সংসারে জিবনে তাদের ঘরে দুই ছেলে-মেয়ে রয়েছে। কিন্তু পারিবারিক কলহের জেরে তাদের বিয়ে বিচ্ছেদ হওয়ার পর ৫০ লিটার দুধ দিয়ে গোসল করেন সাইপ্রাস প্রবাসী এবিষয়ে সাইপ্রাস প্রবাসী বদিউজজামান বলেন আমার সঙ্গে ১৭ বছর আগে পারিবারিকভাবে সোমা আক্তারের বিয়ে হয়।সোমা আক্তার বিয়ের পর থেকেই আমাদের পারিবারিক জীবনে অশান্তি চলে আসছিল। সে পরকীয়ায় আসক্ত থাকায় আমাদের এর আগেও একবার বিয়ে বিচ্ছেদ হয়। পরবর্তীতে আবার আমি পারিবারিক পরিস্থিতির ও ছেলেমেয়েদের কথা চিন্তা করে পূণরায় বিয়ে করি। অনেক অনুরোধ করার পরেও সে আমার সাথে সংসার করবে না বলে সাফ জানিয়ে দেন।পরবতীতে স্থানীয় জনগণের উপস্থিতিতে কাজীর মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হয় আমাদের।
এ বিষয়ে সোমা আক্তারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।ঘটনার সত্যতা নিশ্চিত করে চুমুরদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, এ রকম ঘটনা ঘটেছে বলে আমি জানতে পেরেছি। এব্যাপারে প্রবাসী বদিউজজামান বলেন আমার সন্তানদের সামনেই আমার বিবাহ বিচ্ছেদ হওয়ার পর আমি ৫০ লিটার দুধ দিয়ে গোসল করেছি।