শিমুলতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত কমিটির সভাপতি জিয়াউর রহমানকে সংবর্ধনা

- আপডেট সময় : ০১:৩৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ৭ বার পড়া হয়েছে

রাসেল মোল্লা নড়াইল:
নড়াইল সদর উপজেলার ৮ নং কলোড়া ইউনিয়নের শিমুলতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর নবনির্বাচিত এড হক কমিটির সভাপতি জিয়াউর রহমানকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়েছে।
১৭ই এপ্রিল বৃহস্পতিবার প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক তাকিবুর রহমান টিটাবের সঞ্চালনায়, প্রতিষ্ঠান প্রধান শিক্ষক দেবাশীষ বাবুর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান মোল্লা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্ববায়ক আবু বক্কর বিশ্বাস,নির্বাচিত অভিভাবক সদস্য তাহাজ্জত মোল্লা, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাকির মোল্যা,সাধারণ সম্পাদক দ্বাহার মিনা জেলা যুবদলের ত্রাণ বিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত পান্নু,সাবেক ইউপি সদস্য গোলাম নবী মোল্যা। এছাড়াও সেখানে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় নবনির্বাচিত সভাপতি, বিশেষ অতিথি, আগত অবিভাবক ও ছাত্রীদেরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠান চলাকালে আগত অতিথিবৃদন্দরা প্রতিষ্ঠানের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা রাখেন।
প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এলাকাবাসী সহ অবিভাবকবৃন্দরা নতুন এডহক কমিটির সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন।