সদরপুরে কৃষি অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

- আপডেট সময় : ০২:৫৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ১০ বার পড়া হয়েছে

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সদরপুরে প্রোগ্রাম এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইং বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ০৮ মে ) সকাল ১০টায় সদরপুর উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) ফরিদপুর এর উপ-পরিচালক মোঃ শাহাদুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তর ফরিদপুর এর অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ রকিবুল ইসলাম, পার্টনার প্রকল্প ফরিদপুরের সিনিয়র মনিটরিং অফিসার হাফিজ হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সব্যসাচী মজুমদার, কৃষি অফিস সদরপুরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, ডেলিগেট কৃষকবৃন্দ, ইউনিয়ন জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সংবাদকর্মীসহ অনেকে।
শিমুল তালুকদার
সদরপুর, ফরিদপুর
তারিখঃ০৮/০৫/২০২৫ইং