নগরকান্দায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আলোচনা সভা

- আপডেট সময় : ০৪:৩৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে

সেক মোহাম্মদ আফজাল
নগরকান্দা উপজেলা প্রতিনিধি
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষে ফরিদপুরের নগরকান্দায় তারুন্যের উৎসব উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সোমবার সকাল ১১ টায় নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে নগরকান্দা উপজেলাস্থ সকল স্কুল ও কলেজ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরকারি নগরকান্দা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানা শামীম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন মার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তরুন উদ্যোক্তা সাইফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ,উপজেলা প্রানি সস্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, শহীদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান অনু,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাজমুল হুদা, নগরকান্দা কলেজের শিক্ষার্থী আলী আকবর শরীফ আরমান প্রমুখ।
প্রধান আলোচক তরুন উদ্যোক্তা মার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুর রহমানের ছাত্র থেকে শিল্প উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার বক্তব্যে উপস্থিত ছাত্র যুবকরা উজ্জীবিত হয়।