বোয়ালমারীতে জনতার হাতে ৮ গরু চোর আটক

- আপডেট সময় : ০২:০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে

আব্দুল মতিন মুন্সী (বোয়ালমারী প্রতিনিধি)
৩১ শে জানুয়ারী বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের শেলাহাটি গ্রামের ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও সাতৈর উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী মো রোকন শেখের বাড়ির গোয়াল ঘর হতে গরু চুরি করার সময় জনতা হাতে নাতে ৮ গরু চোরকে আটক করে।
জানা যায়, ভোর রাতে গোয়াল ঘর হতে গরু চুরির প্রস্তুতির সময় এদের কে আটক করা হয়। জনতা গণধোলাই দিয়ে সাতৈর বাজার বণিক সমিতিতে আটকে রেখে বোয়ালমারী থানায় খবর দেয় । তারপর বোয়ালমারী থানা হতে পুলিশ গিয়ে ৮ জন চোর কে গ্রেফতার করে নিয়ে যায়।
৮ জন চোরের মধ্যে ৫ জন চোরের বাড়ী বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের।
তারা হল ১) মো আকাশ মোল্যা (২৩) পিতার নাম মো রাজু শেখ,২) মো আরিফ শেখ (২৩) পিতার নাম মো ফরিদ শেখ, ৩) মো রহমান মোল্যা (১৮) পিতার নাম উজির মোল্যা, ৪) মো রিয়াজ (১৬) পিতার নাম মো জাহাঙ্গীর মোল্যা ৫) আলামিন মোল্যা (২৪) পিতার নাম মো রইচ উদ্দিন।
আর বাকি ৩ জনের বাড়ির হল অন্য উপজেলায় তারা হল
১) আলতু খা (৩০) পিতার নাম হারেজ খা গ্রাম ঠাকুর পুর ময়না ইউনিয়ন, ২) সাদ্দাম শেখ( ৩৫) গ্রাম বুড়াইচ উপজেলা আলফাডাঙ্গা, ৩) রুমান মিয়া (২৪)
পিতার নাম হারুন বিশ্বাস গ্রাম শোলনগর উপজেলা লোহাগড়া।পরে ওদের নামে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয় বলে পুলিশ জানায়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিশেষ অনুরোধ রইল দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে , এই ধরনের অপরাধ মূলক কাজের সঙ্গে যুক্ত ব্যাক্তিদের কঠিন বিচার করা হোক, এটাই প্রত্যাশা এলাকাবাসী।।