নড়াইলে চোরাই গরু সহ আওয়ামী লীগের নেতা আটক

- আপডেট সময় : ১১:৩৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে

নড়াইল সদর উপজেলার শিংগাশোলপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আজিজুর ঢালীকে গত ১ ফেব্রুয়ারী শনিবার রাত আনুমানিক ২ টার দিকে চোরাই গরু সহ নিজ বাড়ী থেকে আটক করে নড়াইল সদর থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায় গত ১ ফেব্রুয়ারী শনিবার রাতে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের বাকশাডাঙ্গা গ্রামের ওয়াহিদুজ্জামানের বাড়ী থেকে একটি গরু হারিয়ে যায়। অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারেন তার গরুটি নড়াইল সদর উপজেলার শিংগাশোলপুর ইউনিয়নের গোবরা এলাকার মোঃ আনোয়ার আলী ঢালীর ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর ঢালীর শশুর বাড়িতে গরুটি আছে, সংবাদ পেয়ে ওয়াহিদুজ্জামান নড়াইল সদর থানা পুলিশ ও গোবারা এলাকার সাধারণ মানুষের সহায়তায় গরু সহ আজিজুর ঢালী ও তার দুই সহযোগীদের আটক করে পুলিশ ।
স্থানীয় একাধিক ব্যক্তি বলেন বড়কুলা গ্রামের শওকত আলীর গরু চুরির মামলার আসামি,এছাড়াও শিংগাশোলপুর ইউনিয়নের আওয়ামী লীগের সমর্থিত সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের ডান হাত এই আজিজুল ঢালী। এলেকার সাধারণ মানুষের মাঝে ত্রাস সৃষ্টিকারী,হুমকি ধামকি চাঁদাবাজি সহ নানান অভিযোগ তোলেন ওই এলাকার সাধারণ মানুষ।
নড়াইল সদর থানার ওসি তদন্ত মোঃ জামিল কবির বলেন মামলার বাদি ওয়াহিদুজ্জামান আমাদের জানালে আমরা তাৎক্ষনিক ফোর্স পাঠিয়ে গরু সহ চোর ধরে আনি।এবং আইন প্রক্রিয়ায় মামলা রুজু করা হয়েছে।