বাংলাদেশকে ২৯ মিলিয়ন ডলার সহযোগিতা দেওয়া নিয়ে যা বললেন ট্রাম্প

- আপডেট সময় : ১২:৫৮:১২ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ফরিদপুর
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে আমেরিকা ২৯ মিলিয়ন ডলার সহযোগিতা দিয়েছে বলে জানিয়েছে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে গভর্নর ওয়ার্কিং সেশনে এমন তথ্য দেন তিনি।
ট্রাম্প জানান, মাত্র ২ সদস্যের একটি অপরিচিত বাংলাদেশী ফার্ম এই সহযোগিতা পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে ২৯ মিলিয়ন ডলার দেয়া হয়েছে এমন একটি ফার্ম কে, যার নাম আগে কেউ শোনেনি। ২৯ মিলিয়ন ডলারের চেক দেওয়া হয়েছে ওই সংস্থার মাত্র দুইজন কাজ করে। আমি মনে করি তারা খুশি হয়েছেন শিগ্রই তাদের ছবি বড় কোন বিজনেস ছাপাবে।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে এস পি এল প্রকল্পটি ইউএসএআইডি ও ডিএফআইডির অর্থায়নে পরিচালিত হচ্ছিল। এর লক্ষ্য ছিল রাজনৈতিক দলগুলোর দক্ষতা বৃদ্ধি, দল ও জনগণের মধ্যে সংযোগ শক্তিশালী করা এবং রাজনৈতিক সহিংসতা কমানো।
প্রকল্পটি ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত পরিচালিত হওয়ার কথা ছিল। একই অনুষ্ঠানে ভারতকে দেওয়া অনুদানের বিষয়েও কথা বলেন ট্রাম্প। তিনি যারা নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে ভারতকে দেওয়া হয়েছে ২১ মিলিয়ন ডলার।
দায়িত্ব নেওয়ার পরই পরপর বাংলাদেশ – ভারত সহ ১১ টি দেশে বড় ধরনের আর্থিক সহায়তা স্থগিত করেন ট্রাম্প।