মাধবপুরে বিএনপি দু পক্ষের সংঘর্ষে আহত ১৩

- আপডেট সময় : ০১:২৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক
ফরিদপুর
হবিগঞ্জের মাধবপুরে ওরসকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।। এ সময় ভাঙচুর করা হয়েছে বিএনপির স্থানীয় একটি কার্যালয়। শুক্রবার রাতে উপজেলার বাঘাসুরা ইউনিয়নর কালিকা পুর বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, এডভোকেট রহমান সজল (৪২) মুসাহিদ (৪২) সাজু (৩২) ছাদেক(৩২) মামুন (২৩) উদয় (২০) রাহুল (২৫) ইব্রাহিম (৪০) সোহেল (২৫) আবু কালাম (৩০) জামিল চৌধুরী মনির (২৩) তানভীর (২২) এবং সোহান (২৪)
স্থানীয় সূত্রে জানা যায়, কালিকাপুর কবরস্থানের ওরস পালনকে কেন্দ্র করে শুক্রবার রাত আটটার দিকে বাঘাসুরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট সাজিজুর রহমান সজল ও যুবদল নেতা নজরুল গাজীর লোকজনদের মধ্যে বাঘ বিতোন্ডা হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১৩ জন আহত হন। এ সময় স্থানীয় বিএনপির একটি অফিস ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গঠনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপি’র অফিস ভাঙচুরের ঘটনা জড়িতরা একে অপরকে দায়ী করছে।
বাঘাশুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজিজুর রহমান সজল বলেন, তার লোকজন বা ছবি ভাঙচুর করেননি অসৎ উদ্দেশ্য নজরুল গাজীর লোকজন এটি করেছে। তদন্ত করলেই সত্য বেরিয়ে আসবে।
এদিকে যুবদল নেতা নজরুল গাজী দাবী করেন, সজলের লোকজন জড়ো হয়ে অতিরিক্ত ভাবে অফিস ও দলীয় প্রধানের ছবি ভাঙচুর করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক। এ ঘটনায় কেউ এখন অভিযোগ দেননি। বিষয়টির তদন্ত করা হচ্ছে।