চাঁদাবাজি নিয়ে যুবদল নেতার ফেসবুকে পোস্ট দেয়ায় কর্মীকে মারধর

- আপডেট সময় : ০৩:৫৭:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় যুবদল নেতার চাঁদাবাজি নিয়ে ফেসবুকে পোস্ট করায় মোঃ শিমুল গাজী নামের এক যুবদল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। জাকির খান নামে এক যুবদল নেতার বিরুদ্ধে।
(২১ ফেব্রুয়ারি) শুক্রবার দুপুরে উপজেলার সমেদয় কাঠি ইউনিয়নের লক্ষণ কাঠি কালির মোড় এলাকায় এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শিমুল গাজী একটি মোটরসাইকেল যোগে নেছারাবাদ থেকে সমেদয়কাঠি মৈশালী যাচ্ছিলেন। এ সময় জাকির খান নামে এক লোক তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন।
আহত শিমুল গাজী বলেন, কিছুদিন পূর্বে শিশানি এলাকায় একটা সালিস করে ১০০০০ টাকা এনেছিল। এ নিয়ে আমি একটি ফেসবুকে পোস্ট করেছিলাম। এ কারণে শুক্রবার উপজেলার ২১ ফেব্রুয়ারি দলীয় প্রোগ্রাম শেষে বাড়ি ফেরার পথে লক্ষণ কাঠি এলাকায় আমাকে লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করে।
জাকির খান অভিযোগ অস্বীকার করে বলেন, শিমুল গাজী আমাকে নিয়ে ফেসবুকে একটা মিথ্যা রিপোর্ট করেছিল। আমি তাকে পেয়ে সে বিষয়টা জিজ্ঞাসা করেছি। বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করাই সে আমার কাছে ক্ষমা চেয়েছে। তাকে কোন মারধর করিনি।
সমেদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আত্মার হোসেন বলেন, জাকির এবং শিমুল দুইজনেই বিএনপি সহযোগী সংগঠনের লোক। শুনেছি জাকির শিমুলকে মারধর করেছে। এভাবে শিমুলকে মারা ঠিক হয়নি, শিমুলের কোন অপরাধ হলে দেশে আইন আছে।