করোনার মতোই আক্রান্ত করতে পারে নতুন এই চীনা ভাইরাস : গবেষণা

- আপডেট সময় : ০৪:৫১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে

- মোঃ রুহুল আমিন ভূইয়া
স্টাফ রিপোর্টার
বাদুড়ের দেহে সনাক্ত হওয়া নতুন করোনাভাইরাসও কয়েকশো বছর আগে সনাক্ত হওয়া মহামারী করোনার মতই।
এটিও আগের ভাইরাসের মতই একইভাবে মানুষের দেহে প্রবেশ করে। এরপর এই ভাইরাস ও কোষকে আক্রান্ত করে মানুষকে অসুস্থ করে। তবে এখন পর্যন্ত পাওয়া তথ্য, এটি আগের করোনার মত এত ভয়াবহ না।
ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস বলেছেন, নতুন এই করোনাভাইরাস আবিষ্কার করেছেন চীনের ওহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির গবেষকরা। তবে মানবদেহে এখনো এই ভাইরাস সনাক্ত হয়নি। গত মঙ্গলবার বিজ্ঞানবিষয়ক সমকীয় সেলে কে আবিষ্কারের তথ্য জানানো হয়।
গবেষণায় বলা হয়, বাদুড়ের দেহে এইচকেইউফাইভ-কোভ-টু নামের নতুন ভাইরাসটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি বাদুড়ের দেহে করো না ভাইরাস নিয়ে গবেষণার জন্য পরিচিত। তবে এ বিষয়টি অস্বীকার করে চীন ২০২৩ সালে আমেরিকা ওহানের লেপটির জন্য সহায়তা স্থগিত করে দেয়।
গবেষকরা বলছে এই নতুন আবিষ্কৃত ভাইরাস মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদেহে পাওয়া প্রোটিনের সঙ্গে মিশে কোষ গুলোকে সংক্রমণ করতে পারে। এর সঙ্গে করোনাভাইরাস গোত্রীয় মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রম ভাইরাসের মিল রয়েছে।
২০১৯ সালের শেষ দিকে চীন থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস (কোভিট-১৯) এতে বিশ্বে ৭০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়।