ফরিদপুরে বসন্ত বরণ উপলক্ষে তিন দিনব্যাপী মেলার অনুষ্ঠান সম্পন্ন

- আপডেট সময় : ০৫:২৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ৪১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ
রেজাউল করিম
ফরিদপুরে মুন্সিবাজার পশ্চিম কাফুরা গ্রামে বৈশাখী রোডে তিন দিনব্যাপী বসন্ত বরণ মেলার আয়োজনের মাধ্যমে ২১ তারিখ দিবাগত রাতে মেলাটি শেষ হয়েছে। উক্ত মেলার আয়োজক কমিটিতে ছিলেন মোঃ এলেম মোল্য এবং মেলাটির সার্বিক সহযোগিতা করেছেন পশ্চিম কাফুরা সমবায় সমিতি লিমিটেডের সদস্যরা। মেলাটি ১৯,২০,ও ২১ ফেব্রুয়ারি-২৫ তারিখ রোজ বুধবার, বৃহস্পতিবার, ও শুক্রবার অনুষ্ঠিত হয়। বসন্ত বরণ মেলায় বিশেষ আকর্ষণ ছিল লাকি বিজয়ী কুপন, মোট ৫১ টি কুপনের লটারি ড্র করা হয়। মেলায় প্রথম পুরস্কার দেওয়া হয়েছে একটি মোটরসাইকেল দ্বিতীয় পুরস্কার একটি এলইডি টিভি তৃতীয় পুরস্কার একটি টাচ মোবাইল ফোনসহ বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হয় লটারির মাধ্যমে যারা বিজয়ী হয়েছেন। মেলায় তিন দিন জুড়ে ছিল দর্শনার্থীদের জন্য বিচার গান, নৃত্য অনুষ্ঠান ও কনসার্ট। মেলার শেষ দিনে দর্শনার্থীদের গানের মাধ্যমে মাতিয়ে তোলেন, দেশ-বিদেশের নামকরা ফরিদপুরের বিলনালিয়া গ্রামের জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহনাজ বাবু। এ সময় দর্শকদের অনুরোধে একাধিক গান গেয়ে সকলের মন জুড়িয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহনাজ বাবু। বসন্ত বরণ মেলার প্রধান অতিথি ছিলেন, সাবেক সহ-সভাপতি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ফরিদপুর সদরের রত্ন, মাহাবুবুল হাসান পিংকু। মেলার লটারি ড্রর সময় সার্বক্ষণিকভাবে মনিটরিং করেছেন আয়োজক কমিটির রেজাউল করিম, সরোয়ার হোসেন, বিল্লাল মোল্লা সহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উপস্থিতিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলার পুরস্কার বিতরণ শেষে সমাপ্তি ঘোষণা করেন মাহবুবুল হাসান পিংকু।