মসজিদের উন্নয়ন মূলক কাজের জন্য ধর্মপ্রাণ ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

- আপডেট সময় : ০৫:১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ৫০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ
রেজাউল করিম
ফরিদপুর সদর উপজেলার ১০ নং কৈজুরী ইউনিয়নের পূর্ব আকইন চরপাড়া জামে মসজিদের জন্য ধর্মপ্রাণ মুসল্লি ভাইদের কাছে মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য সকলের সাহায্য ও সহযোগিতা চেয়েছেন। এসময় পূর্ব চরপাড়া জামে মসজিদের সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান শামীম একথা বলেন। এছাড়াও মসজিদ কমিটির সেক্রেটারি মোঃ এনায়েত শেখ, সহ-সভাপতি মোঃ ফরহাদ শেখ, ক্যাশিয়ার মোঃ ফরিদ সরদার, সাংগঠনিক মোঃ সোহাগ, প্রধান উপদেষ্টা মোঃ মোসলেম শেখ, মোঃ মমিন শেখ, মোঃ আকমত আলিসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগনেরা মসজিদের কাজের জন্য এলাকাবাসী ও দেশ-বিদেশে থাকা সবার সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় মসজিদের নবগঠিত সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান শামীম বলেন, মহান আল্লাহ তায়ালার ঘর এখানে আপনার আমার সকলের দায় দায়িত্ব নিয়েই এই মসজিদের উন্নয়নমূলক কাজ করতে হবে এবং অত্র এলাকার সকল অভিভাবকদের বলেন আপনাদের সন্তানদের নামাজের তাগিদ দিয়ে মসজিদ মুখী করবেন, যাতে করে একটি সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে। এজন্য অবশ্যই আপনাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে এবং মসজিদের কমিটির সকলের সিদ্ধান্ত মোতাবেক মসজিদের একটি অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হল এই অ্যাকাউন্ট নাম্বারে বিত্তবান দেরকে আর্থিক সাহায্য সহযোগিতা পাঠানোর জন্য দেওয়া হলো- ০২০০০২১৬৮৭২২১ অগ্রনী ব্যাংক প্রধান শাখা ফরিদপুর।