ফরিদপুরে ১৬ বোতল ফেন্সিডিলসহ রুবেল নামে এক যুবক আটক

- আপডেট সময় : ০২:৪৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ
রেজাউল করিম
ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন নীলটুলি নামক স্থান থেকে মোঃ সাইদুর রহমানের পাঁচতলা ভবনের পশ্চিম পাশের নিচতলা ইউনিট থেকে রুবেল শেখ (৩৫) নামে এক মাদক সংরক্ষণকারীকে গ্রেফতার করেছে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করেন, বিভাগীয় সহকারী উপ পরিদর্শক পাপিয়া সুলতানা ও তমিজ উদ্দিন জানান রুবেল শেখ নিজ দখলীয় ইউনিট থেকে ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করেন। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে ২৩.২.২০২৫ ইং তারিখে আবুল কালাম আজাদ, হাসান আল মামুন, মোঃ শরিফুল ইসলাম, সিপাই শয়ন সাহা, মোঃ রিয়াজ হোসেন, মামুন হোসেন প্রসেনজিৎ কুমার রায়, শশাঙ্ক সরকার লিপি আক্তার মোঃ রাসেল হোসেন, মোঃ মোস্তাফিজুর রহমান এর সমন্বয়ে গঠিত একটি ব্যান্ডিং পার্টি নিয়ে সরকারি গাড়িযোগে ঘটনাস্থলে যেয়ে অভিযান পরিচালনার জন্য ভবনটির চারপাশে ঘিরে ফেলা হয়এসময় রুবেল শেখ প্রথম দরজা দিয়ে বের হয়ে দৌড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কর। পরবর্তীতে অভিযানের টিমের সদস্যরা রূবেল কে গ্রেপ্তার করে ফেলেন। পরবর্তীতে রূবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে, স্থানীয় খন্দকার কেরামত আলী শিবলু(৬৪) সামির রহমান সায়েক এবং অধিদপ্তরের সিপাই আবুল কালাম আজাদের উপস্থিতিতে একটি কাঠের ওয়ারড্রপের ভিতরে সাজিয়ে রাখা ১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে রুবেল শেখের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধনী ২০২০) সনের প্রথম তফসিলের আইনে ফেনসিডিল সংরক্ষণের অপরাধে (৯) এর উপ-ধারা (১) এবং (৩৬) (১) সারণির ১৪ ধারা উল্লেখপূর্বক ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর কর্তৃপক্ষ। এ সময় রুবেল শেখ জানান তার বাড়ি ফরিদপুর কোতয়ালী থানাধীন গুহলক্ষীপুর গ্রামে তার পিতার নাম ইউনুছ আলী, এসময় গ্রেফতারকৃত রূবেল শেখ বলেন নীল টুলি স্থানকেই একটি মাদক ব্যবসার স্থান হিসেবে বেছে নিয়েই সেখানে থেকেই এই ফেন্সিডিল ব্যবসা করতেন বলে জানান।