ধানসোনা গনমাধ্যম কর্মীকে প্রান নাশের হুমকি দিলেন সৈনিকলীগ এর সভাপতি

- আপডেট সময় : ০২:২৩:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ৫০ বার পড়া হয়েছে

বিপ্লব কুমার দাস। নিজস্ব প্রতিবেদকঃ
বঙ্গবন্ধু সৈনিকলীগ এর সভাপতি শহিদুল ইসলাম (০৭ জানুয়ারী) মঙ্গলবার রাত ৯.৩০ মিনিটের দিকে হাজী সোনামিয়া রোড মেজর মিজান গার্ডেন এর সামনে গনমাধ্যম কর্মীকে প্রকাশ্যে হাত পা কেটে মেরে ফেলার হুমকি দেন শহিদুল ইসলাম। শহিদুল ইসলাম একজন স্টকলর্ড ব্যাবসায়ী ও বঙ্গবন্ধু সৈনিকলীগ এর সভাপতি ধামসোনা ইউনিয়ন পরিষদ। আজিজুল ইসলাম বাছেদ এর সাথে শেয়ারে ব্যাবসা করেন। মালের অর্ধেক লাভ আজিজুল ইসলাম বাছেদ এর প্রাপ্য যেটা শহিদুল ইসলাম দিতে অস্বীকার করলে এলাকার গন্যমান্য ব্যাক্তি নিয়ে বৈঠক করেন তার পরেও সে টাকা দিবেনা বলে অস্বীকার করে। শেষে আজিজুল ইসলাম বাছেদ আইনের আশ্রয় নিলে পুলিশ এসে তদন্ত করে। ঐ সময় আমি সাক্ষী দিলে এবং তার পাশের গোডাউন মালিক কে জিজ্ঞেস করি টাকা দেয়না কেনো এই কথার ইসু ধরে ফোনে আমাকে হুমকি দেন এবং আমি কোথায় আছি এই ঠিকানা জানতে চায়। ঠিকানা জানতে পেরে ঘটনা স্থানে এসে গন প্রকাশ্যে আমাকে হাত পা কেটে মেরে ফেলার হুমকি দেয়। এসময় এলাকার কিছু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সৈনিকলীগ এর সভাপতি শহিদুল ইসলাম আমাকে যে ভাবে হুমকি দিয়েছে তাতে আমার জীবন বিপন্ন। আমি একজন গণমাধ্যম কর্মী সত্য কথা বলতে গিয়ে যদি এরকম হুমকির মুখে পড়তে হয় তাহলে কিভাবে আমরা জাতির সামনে সত্য তুলে ধরবো। এ বিষয় আমি থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। ৫ আগস্ট হাজারো সাংবাদিক জীবন দিয়েছেন বর্তমানেও আমাদের জীবন বিপন্ন তাই দেশবাসী জানুক এখনো কিভাবে তাদের হাতে নির্যাতন হচ্ছে সাধারণ মানুষ ও মিডিয়াকর্মী। গোপন তথ্যে জানা যায়, ৫ আগস্টের আগে যে ভাবে ক্ষমতা প্রয়োগ করেছে এখনো সেই ক্ষমতা প্রয়োগ করতে চায় এবং মিডিয়ার কর্মীকে মেরে ফেলার হুমকি দেন।