সংবাদ শিরোনাম ::
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মোবাইলের দোকানে চুরি করতে গিয়ে ৪ চোর হাতেনাতে ধরা পড়েছে।

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৫৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

মোঃ মাহবুবুর রহমান সোহেল
স্টাফ রিপোর্টার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা হাজী মোকদম প্লাজা ও দেওয়ার বাজারে মোবাইলের দোকানে চুরি করতে গিয়ে চার চোর হাতেনাতে ধরা পড়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এই দুটি পৃথক ঘটনায় তাদের আটক করা হয়। প্রথমে ঘটনাটি ঘটে চন্দ্রা হাজী মোকদম প্লাজায়, যেখানে ৩ চোর মোবাইলের দোকানে চুরি করতে গেলে স্থানীয় ব্যবসায়ীরা তাদের ধরে ফেলেন। এছাড়াও দেওয়ার বাজারের দোকানে চুরি করার সময় আরও ২ জন চোর ধরা পড়ে।তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-ঠিকানা জানা যায়নি। স্থানীয় ব্যবসায়ীরা তাদের ধরে থানায় দিয়েছে।
কালিয়াকৈর থানার (উপ পরিদর্শক) এসআই আবুল কালাম আজাদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দোকানগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন