রাজশাহীর পুঠিয়ায় মানসিক ভারসাম্যহীন মহিলার লাশ উদ্ধার

- আপডেট সময় : ০৮:১৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে

মোঃ রুহুল আমিন ভূইয়া
স্টাফ রিপোর্টার
মানসিক ভারসাম্যহীন এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে।
রাজশাহীর পুঠিয়া উপজেলার পৌরসভার এলাকা ঝলমলিয়া বাজারে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিক্ষাবৃত্তি করে চলতেন এই নারী।
ঐ নারী বিভিন্ন ভাবে পলিথিনে , ছোট ছোট কাপুড়ে ও কাগজে মুড়িয়ে রাখা ছিলো ৬ হাজার তিন শত ৮০ টাকা পাওয়া যায় মুরাদের কাছে ।
রাজশাহীর পুঠিয়া থানার আওতাধীন ঝলমলিয়া বাজারে কলা হাটা পুলিশ চেকপোস্টর বারান্দা থেকে নারীর মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১ মাসে বেশি সময় ধরে ভারসাম্যহীন এই নারী ঝলমলিয়া পুলিশ চেকপোস্টের বারান্দায় অবস্থা করতেন। এই মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলো, সেই সাথে ভিক্ষাবৃত্ত করতেন ওই নারী।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত অজ্ঞাত ওই নারী ভিক্ষাবৃত্তি করতেন। সেই সাথে মানসিক ভারসাম্যহীন ছিলো। তার নাম পরিচয় এখনো জানা যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।