
- আপডেট সময় : ০৪:৫৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ১৮ বার পড়া হয়েছে

বিপ্লব কুমার দাস।
নিজস্ব প্রতিবেদকঃ
ফরিদপুরের ভাঙ্গা পৌর সদর এলাকা ছিলাধরচর মহাশ্মশান মন্দির প্রাঙ্গণে ২৬ ফেব্রুয়ারী বুধবার থেকে ০৫ মার্চ বুধবার পর্যন্ত সপ্তাহ ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে। উষ্ণ শীতময় লগনে, নবজাগরণ মানব মনে তমসাচ্ছন্ন কলির জীবের মলিন দশা দরশনে। গোলকত্যাজী শ্রীহরি এলেন ভূ-ভার হরণে, অবতীর্ণ হলেন নদীয়াতে শ্রীকৃষ্ণ চৈতন্য।। অনর্পিত গোলকে ছিল সে ধন নিজে এনে হরি করলেন বিতরণ। নিজে করি ধর্ম আচরণ কলিকে করলেন ধন্য।।
মহা ষোলনাম বত্রিশ অক্ষরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। প্রচারিলে কলির জীব উদ্ধারের জন্য।। দেবার কিছুই নাই তবু দেবার আশা যজ্ঞানুষ্ঠানে আগমন তব চরণধূলি ভরসা।
নাম শ্রবণ ও মহাপ্রসাদ করবেনা নিরাশা, চরণধূলি দিয়ে মোদের করবে ধন্য।
কলিহত জীবের দুঃখ মোচন ও শান্তি অর্জনের একমাত্র উপায় হরিনাম সংকীর্তন। ইহাই সনাতন ধর্মের সার সিদ্ধান্ত। তাই জগৎ মঙ্গলার্থে হরিনাম প্রচার ও বিশ্বমানবতার শান্তি কামনায় বিগত বছরের ন্যায় এবারও ভাঙ্গা (ছিলাধরচর) মহাশ্মশান মা কালী মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী শিব চতুর্দশী ব্রত, শ্রী শ্রী শ্মশান কালী পুজা, কবিগান, শ্রীমদ্ভাগবত পাঠ ও শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন শেষে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ আরাধনা ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে ধর্মীয় অনুষ্ঠানের সমাপ্ত ঘটবে।।
বিপ্লব কুমার দাস