ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৭ নং রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে জনসাধারণ তুষার মাহমুদ আকমানকে দেখতে চান

- আপডেট সময় : ০৬:৩৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে

মোঃ রুহুল আমিন ভূইয়া
স্টাফ রিপোর্টার, ফরিদপুর।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৭নং রামনগর ইউনিয়ন পরিষদে একাধিকবার বিপুল ভোটে নির্বাচিত সাবেক দুইবারের সফল মেম্বার, এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক তুষার মাহমুদ আকমান, রামনগর ইউনিয়ন বাসির প্রত্যাশা তুষার মাহমুদ আকমান এর হাত দিয়ে অবহেলিত এই রামনগর ইউনিয়ন পরিষদের ব্যাপক পরিবর্তন হবে, এবং ফরিদপুরের মধ্যে একটি মডেল ইউনিয়ন হিসাবে পরিচিত পাবে, ৭ নং রামনগর ইউনিয়ন বাঁশিরা আশাবাদী, সবাই অপেক্ষায় আছে কখন আসবে সেই দিন যেদিন ৭ নং রামনগর ইউনিয়ন পরিষদের নির্বাচে তুষার মাহমুদ আকমান কে বিপুল ভোটে নির্বাচিত করে রামনগরের অভিযোগ হিসেবে তাকে পাবে তারই প্রেক্ষাপটে তাকে ভোট দেওয়ার জন্য ভোটাররা এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করছেন।
গজারিয়া বাজার ” স্বাধীন যুব কল্যাণ সংস্থার” সকল সদস্যদের ভোটের মাধ্যমে নবনির্বাচিত সভাপতি, এবং তার হাত দিয়েই স্বাধীন যুব কল্যাণ সংস্থাটি কালের বিবর্তনে আজকে এই পর্যায়ে এসেছেন।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং রামনগর ইউনিয়ন পরিষদের সকল ভোটার অপেক্ষায় রয়েছেন কখন তারা তুষার মাহমুদ আকমান কে বিপুল ভোটে নির্বাচিত করে ৭ নং রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দেখতে চায়। ধর্ম – বর্ণ নির্বিশেষে সবাই তুষার মাহমুদ আকমান ভাইকে মনে প্রানে ভালবাসি এবং নিঃসঙ্গচে বিশ্বাস করে। এজন্য তারা সবাই চায় তাদের ইউনিয়নের অভিভাবক হিসেবে চেয়ারম্যান দেখতে চায় সাধারণ জনগণের বিশ্বাস তুষার মাহমুদ আকমান ইউনিয়নের অভিভাবক হলে নগরকান্দার ৭ নং রামনগর ইউনিয়নবাসী শান্তিতে স্বস্তিতে এবং একে অপরের সাথে ভ্রাতৃত্বময় সম্পর্কের মাঝে জীবন যাপন করতে পারবে। এখানে কোন দলাদলি থাকবে না, থাকবে না কোন হিংসা-বিদ্বেষ _ থাকবে শুধু অফুরন্ত ভালোবাসা, উন্নয়ন।
বিপদগ্রস্ত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সহ যতপ্রকার সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড আছে ইনশাল্লাহ তার সব কিছুই তুষার মাহমুদ আকমান ভাই এর হাত দিয়ে হবে বলে জানান ৭ নং রামনগর ইউনিয়নের কিছু মুরুব্বী, আমাদের ফরিদপুর মহানগর বার্তা পত্রিকার সিনিয়র সাংবাদিক “অমিত সরকারকে।
তুষার মাহমুদ আকমান ভাইয়ের জন্য দোয়া ও শুভ কামনা এবং ভালোবাসা রইল। আল্লাহ সুবহানুতায়ালা তাকে যেন নেক হায়াত দান করেন এবং তার হাত দিয়ে ফরিদপুরের রামনগর ইউনিয়ন যেটি দীর্ঘদিন অবহেলিত অবস্থায় ছিল এটি যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে ফরিদপুর শহরের বুকে এবং একটা দৃষ্টান্ত সৃষ্ট করতে পারে, এ বিষয়ে সবাই আশাবাদী।