মধুখালীতে ছবি-ভিডিও ছড়ানোকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক।
- আপডেট সময় : ০৩:২৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ১১৮ বার পড়া হয়েছে

মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বকশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে দুই ভাইকে ধারালো রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, বকশিপুর গ্রামের মোঃ সোহাগ ফকির (২২) ও তার বড় ভাই মোঃ হাবিব ফকির (৩১)। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের মতে, দুজনের অবস্থাই আশঙ্কাজনক।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে মোঃ সোহাগ ফকিরের বোন খালপাড়ে গোসল করতে গেলে একই গ্রামের বখাটে যুবক মোঃ রুমান গোপনে তার ছবি ও ভিডিও ধারণ করে। পরবর্তীতে ওই ছবি ও ভিডিও টিকটক ও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
১৩ই মঙ্গলবারে বিষয়টি জানতে পেরে সোহাগ ফকির তার পরিবারকে অবহিত করেন। পরে পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত রুমানের বাবা মোঃ শহীদকে বিষয়টি জানানো হলে তিনি উল্টো সোহাগের পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দেন বলে অভিযোগ। এরপর সোহাগের বাবা মোঃ ইউনুস ফকির (৫৮) স্থানীয় তাহের মাতুব্বরকে বিষয়টি জানালে তিনি মীমাংসার আশ্বাস দেন। এতে সোহাগের পরিবার বাড়ি ফিরে আসে।
তবে ওইদিন রাতে সোহাগ ফকির ও তার বড় ভাই হাবিব ফকির বকশিপুর প্রাথমিক বিদ্যালয়ের মোড়ে গেলে অভিযুক্ত রুমান, তার বাবা শহীদসহ মিলন, মারুফ হৃদয়, হাসান ও আরও কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দুই ভাইকে গুরুতর জখম করে।
এ ঘটনায় আহতদের পরিবার ফরিদপুর জজ কোর্টে মামলা দায়ের করেছে বলে জানা গেছে। স্থানীয়দের মধ্যে ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে।












